বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। এজন্য পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে।
বুধবার (২২ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে নানক এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে ছয় হাজার মে.টন পাটবীজ প্রয়োজন, অথচ উৎপাদন হয় মাত্র এক হাজার পাঁচশত মে. টন। বাকী সাড়ে চার হাজার মে. টন বীজ ভারত থেকে আমদানি করতে হয়। কাজেই ব্যাপকভাবে পাটবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে। চালকলসমূহে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতকরণের জন্য বিশেষ কর্মসূচি চলমান রয়েছে।
এসময় তিনি দিনাজপুরে চালকল মালিকদের চালে পাটের বস্তা বাধ্যমূলক ব্যবহার করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় আইনটি বাস্তবায়নে কঠোর হবার নির্দেশ দেন।
বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ জাকারিয়া জাকা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেস হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক রেজাউল করিম রঞ্জু, ব্যবসায়ী, সহিদুর রহমান পাটোয়ারী মোহন, সাদেকুল ইসলাম, এ ছাড়াও বক্তব্য রাখেন জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, পাট চাষী, জুট মিল মালিক, পোল্ট্রি ফিড ব্যবসায়ী, অটোরাইস মিল ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।